Posts

Showing posts from April, 2017

"ভালবাসার মুক্ত কথা"(ভালবাসার গল্প-love story)

জীবনের রং বড় বিচিত্রময়,  কখনো লাল,কখনো বা নীল। কখনো মুক্ত পাখির মতো, কখনো আবার চোপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কতো চেনা মূখ!  রয়ে যায় শুধু অমলিন সুখ!!

"প্রেম ভালোবাসা সম্পর্কে বিখ্যাত মণিষীদের কিছু উক্তি"

প্রেম-ভালোবাসা সম্পর্কে বিখ্যাত মনিষীদের কিছু উক্তি বা বানীঃ ✬ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। - রবীঠাকুর। ✬ আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই। - সুইফট। ✬ আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময় → রবীন্দ্রনাথ ঠাকুর। ✬ আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশী দেখি যখন দেখিনা। - সুনীলগঙ্গোপাধ্যায়। ✬ আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে। - অস্কার ওয়াইল্ড। ✬ আমরা কোনোভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপর মূল্য নির্ধারণ করতেই হবে। - ম্যালানি ক্লার্ক, আইরিশ অভিনেত্রী ✬ আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না ।-জোসেফ কনরাড ✬ কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না... ✬'কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।'……কনফুসিয়াস ✬ 'ছেলেরা ভালোবাসার অভ...

""সত্যি তোমায় ভুলে গেছি""

একা থাকতে এখন খুব শিখে গেছি,  তুমাকেও আর ভাবিনা মিছিমিছি। তুমি ভাবো? কেমনে তোমায় ভুলে গেছি? হ্যা,সত্যি তোমায় ভুলে গেছি! এখন আমি রাতের তারাই গুনি, সেথায় আমার সুখের বাণী-ই শুনি! এখন অনেক সুখেই আছি, সত্যি তোমায় ভুলে গেছি! সন্ধ্যাবেলার গোধুলি আকাশটা দেখি, সেইও চোখের পলকে দেয় ফাঁকি! আধারেই তখন ভাবি,  সত্যিই তোমায় ভুলে গেছি!!